পিবিএ,নড়াইল: ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) সম্পর্কে কটূক্তির অভিযোগে রাজকুমার সেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে নড়াইল শহর থেকে তাকে আটক করা হয়। রাজকুমার সদরের হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বসুপাড়ার চান্দু সেনের ছেলে এবং স্থানীয় সিঙ্গিয়া বাজারের কাঁচামাল দোকানি।
এদিকে, রাজকুমার সেনের বিচার দাবিতে রোববার সকালে সিঙ্গিয়া বাজার এলাকায় মুসল্লিরা বিক্ষোভসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন করেন।
এলাকার মুসল্লিরা জানান, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজকুমার তার ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) সম্পর্কে বাজে মন্তব্য করেন। রাজকুমার লেখেন, ‘পৃথিবীর বিখ্যাত জঙ্গি, বর্বর, মূর্খ…মুহাম্মদকে মুসলিমরা প্রিয় নবী বলে ডাকে। তাকে নিয়ে কেউ একটা খারাপ গান বের করুক, তারপর দেখো সেই গায়ককে মোল্লারা কত টুকরা করে কেটে। কিন্তু আমাদের শ্রেষ্ঠ বীর যোগীরাজ কৃষ্ণকে নিয়ে গান বেরিয়েছে-‘কদম গাছে বসিয়া আছে কানু হারামজাদা।’ এই গান এদিক ওদিক খুবই ধুমধামে শুনছে হিন্দুরা বাহ।’
এ ব্যাপারে নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিবিএ’কে জানান, রাজকুমার সেনকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
পিবিএ/এফ কে/হক