পিবিএ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য তাসবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সরকার কৌশল নিয়েছে, যা কিছু ঘটবে সব বিএনপি ওপরে চাপিয়ে দেওয়া হবে। জমির মালিক ও ডেভেলপার সরকারের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাসবিরুলকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এফ আর টাওয়ারের সাথে তার সম্পর্ক, তিনি শুধু রুপায়নের কাছ থেকে তিনটা ফ্ল্যাট কিনেছিলেন।
ওলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল মালেক এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোয়াজ্জেম হোসেনের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিবিএ/এএইচ