রাঙ্গামাটিতে পালিত হচ্ছে না জলকেলি উৎসব

পিবিএ,রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলায় সম্প্রতি হত্যাকান্ডের কারণে সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় এ বছর পালিত হচ্ছে না মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহি সামাজিক অনুষ্ঠান সাংগ্রাই’র জলকেলি উৎসব। রবিবার (৩১ মার্চ) বিকোওল পিবিএ’কে এই তথ্য জানিয়েছেন মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সাধারণ সম্পাদক মংউচিং মারমা।

মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সাধারণ সম্পাদক মংউচিং মারমা জানান, বাঘাইছড়ি ও বিলাইছড়ি হত্যাকান্ডের কারণে পাহাড়ের পরিস্থিতি অনুকূলে না থাকায় এ বছর জল উৎসব বা জলকেলি অনুষ্ঠান পালন করতে পারছিনা। সম্প্রতি এই হত্যাকান্ডের কারণে বিভিন্নভাবে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) সভাপতিসহ সংস্থার সদস্যদের হুমকি প্রদান করা হচ্ছে ।
তিনি আরও জানান, আমরা যদি অনুষ্ঠান পালন করি তাহলে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোকের আগমন ঘটবে। কিন্তু হুমকির কারণে অনেকেই তাদের চলাফেরা নিরাপদ মনে করতে পারছে না। তাই যাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো তারাই যদি নিরাপদ মনে না করে তাহলে এই উৎসবের প্রয়োজন কি বলে তিনি জানান।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির পিবিএ’কে জানান, এ বিষয়ে এখনও কোন কিছু জানেন না বলে তিনি জানান।

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, প্রতি বছর এই নতুন বছরকে বরণ করতে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ সম্প্রদায়ের নিয়মে নানান অনুষ্ঠান পালন করে থাকে । নতুন বছরকে ঘিরে পাহাড়ের ঘরে ঘরে নানা রকম সুস্বাদু রান্নার আয়োজন করা হয়। রান্নার মধ্যে সবচেয়ে সুস্বাদু রান্না হচ্ছে ‘পাজন’ । এসময় পাহাড় যেন নতুন রূপে সাজে বাহারি রঙে। এসময় পাহাড়ে অন্যান্য সম্প্রদায়ের মত মারমা সম্প্রদায়ের মত তরুণ-তরুণীরা পুরনো বছরে সকল দুঃখ-কষ্ট ভুলে একে অপরকে পানি ছিটিয়ে জল উৎসবে মেতে উঠে । ঐতিহ্যবাহি এ সামাজিক উৎসব পাহাড়ে ‘জলকেলি বা জল উৎসব’ নামে পরিচিত।

পিবিএ/এনএ/হক

আরও পড়ুন...