মাসুদ রানা,পিবিএ,টাঙ্গাইল: চতুর্থ ধাপের ৫পর্যায়ে টাঙ্গাইলের ১২টি উপজেলায় দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। টাঙ্গাইলের ১২টি উপজেলায় সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে সকাল থেকে ভোটারদের উপস্থিতি তেমন একটা না থাকলেও দিন বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা কিছুটা দেখা যায়।
এদিকে নির্বাচন চলাকলীন সময়ে জাল ভোট দেওয়ার অপরাধে বাসাইল উপজেলায় সহকারী প্রিজাইটিং কর্মকর্তাসহ ২জন এবং মির্জাপুরে ২ জনকে আটক করা হয়।
১২ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২৭লাখ ৭৯হাজার ৬৯৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩লাখ ৭৫হাজার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ১৪লাখ ৩হাজার ৭৪২ জন। মোট ভোট কেন্দ্র ১০০৬টি এবং ভোট কক্ষ ৬৭০৪টি।
গোপালপুর, ধনবাড়ী ও মধুপুর এই তিনটি উপজেলায় কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়াও ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৮জন, ১২টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬৫জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য ১২টি উপজেলায় ৩৭ প্লাটুন বিজিবি, পুলিশের ২০৩টি স্টাইকিং ফোর্স, ৫৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একটি করে র্যাবের টহল টিম দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, মধুপুর উপজেলায় চেয়ারমান পদে আওয়ামী লীগের প্রার্থী ছরোয়ার আলম খান, ধনবাড়ী উপজেলায় চেয়ারমান পদে আওয়ামী লীগের প্রার্থী হারুনার রশিদ, গোপালপুর উপজেলায় চেয়ারমান পদে আওয়ামী লীগের প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার।
পিবিএ/হক