গোপালগঞ্জে পাওয়ার টিলারের চাকা ফেটে শিশু নিহত

প্রতীকি ছবি

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাওয়ার টিলারের চাকা ফেঁটে দেবাশিষ বসু (১৪) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু দেবাশীষ বসু টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামের দীলিপ বসুর ছেলে।

টু্ঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম এনামুল কবির পিবিএ’কে জানান, দেবাশিষ বসু একই এলাকার মনোরঞ্জন মন্ডলের রিক্সা-ভ্যান গ্যারেজে কাজ করতো।

রোববার দুপুর দেড়’টার দিকে একটি পাওয়ার টিলারের চাকায় হাওয়া দেয়ার সময় চাকা ফেঁটে যায়। এসময় বিকট শব্দ ও বাতাসে দেবাশিষ উড়ে গিয়ে রাস্তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। #

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...