দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী, ঢাকায় নিহত ৪, নিখোঁজ ২

রাজধানীর মিন্টুরোডে বিশাল গাছের নীচে চাপা পড়ে প্রাইভেট কার এবং হোন্ডা

পিবিএ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ঢাকায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নৌকাডুবি, মাথার উপর ইট ও গাছ ভেঙে পড়ে চার জনের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে কেরানীগঞ্জ মডেল থানার বুড়িগঙ্গা নদীর বরিসুরের মাদারীপুর ঘাটে নৌকাডুবিতে এক নারী ও দুই বছরের শিশুর মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হলেও তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া নৌকার মাঝিসহ এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ নৌকা ডুবি ও দুই জন নিখোঁজের বিষয়টি নিশ্চত করলেও নারী-শিশুর মৃত্যুর তথ্য জানেন না বলে জানিয়েছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে, রাজধানীর পুরান পল্টনে ঝড়ে বহুতল ভবন থেকে ইট পড়ে নিচে থাকা মো. হানিফ (৪৫) নামে চায়ের দোকানির মৃত্যু হয়েছে।

ঘটনাটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ঘটলে পল্টন থানার এসআই মো. সুজন তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ৬টা ৫০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিন্টু রোডে ঝড়ের তাণ্ডবে বিশাল গাছ ভেঙ্গে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়

এছাড়া শেরেবাংলা নগর লেক রোডে ঝড়ে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম লিলি ডি কস্তা (৪০)।

শেরেবাংলা নগর থানার ওসি আলম মুন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিকেল থেকে ঢাকায় মেঘলা আকাশ বিরাজ করছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটারে বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এর আগে আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আজ দুপুর ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, বি‌কে‌লে ঝড়ো হাওয়ায় পদ্মা-যমুনায় প্রবল ঢেউ আর স্রোতের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিল। লঞ্চগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছিল। সা‌ড়ে ৫টার দিকে প্রবল বাতাসে ঢেউয়ের মাত্রা বেড়ে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে ঝ‌ড়ো বাতাস ক‌মে গে‌লে ফেরি চলাচল শুরু হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...