পিবিএ, খেলাধুলা : অদ্ভূত কারণে বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১০ এপ্রিল থেকে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দলটির পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। ম্যাচগুলো অনুষ্ঠিত হতো চট্টগ্রাম ও কক্সবাজারে। তবে দেশটি সমসাময়িক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকায় সিরিজটি বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
বিশ্বে শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি নিউজিল্যান্ড। অথচ সেই দেশটিই গেল মাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে। ভুক্তভোগী বাংলাদেশ ক্রিকেটাররাও।
গেল ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালায় শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট। এতে ৪১ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা।
পরে দ্রুত দেশে ফেরেন মাহমুদউল্লাহরা। মৃত্যুকে এত কাছ থেকে দেখে আসার পর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন তারা। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। আবার কেউ ব্যস্ত প্রিমিয়ার লিগ নিয়ে। বলতে গেলে মানসিক ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা।
তবে নিউজিল্যান্ড ক্রিকেট এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেনি! মূলত এ কারণেই আসন্ন বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল!
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফর বাতিল করেছে। সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি কিউইরা। যুবাদের বাবা-মা এ সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন। কারণ ক্রিকেটারদের সবার বয়স কম। ফলে নির্ধারিত সময়ে সিরিজটি হচ্ছে না।
পিবিএ/এমএস