পিবিএ,খেলাধুলা: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার পর এবং ২০১৯ ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপের আগে মাঝে ফাঁকা সময়ে কয়েকদিন কিছুটা বিশ্রাম চেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ১ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজ চলবে ১৩ দিন।
এরপর বিসিবি ইংল্যান্ডের লেস্টার সিটিতে বাংলাদেশ দলের জন্য পাঁচদিনের একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে। ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। আয়ারল্যান্ড সফর থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত প্রায় ৭৫ দিনের লম্বা সময়। এই দীর্ঘ সময়ে অনুশীলন ও খেলার মধ্যে থাকলে ক্রিকেটারদের ওপর চাপ একটু বেশি পড়বে। তাই আয়ারল্যান্ড সফরের পর চারদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুরোধ জানিয়েছেন ক্রিকেটাররা।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে বলেন, ‘আমরাও মনে করি ক্রিকেটারদের কিছুটা বিশ্রামের প্রয়োজন। কিন্তু আমরা এখনও খেলোয়াড়দের কাছ থেকে এ বিষয়ে
লিখিত আবেদন পাইনি। আয়ারল্যান্ড সফর ও ইংল্যান্ড বিশ্বকাপ চলবে লম্বা সময় ধরে। এরমধ্যে ক্রিকেটাররা কিছুটা বিশ্রাম পেলে নিশ্চয় তাদের জন্য ভালো হবে।’ আয়ারল্যান্ড সফর ও আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হতে পারে ২২ এপ্রিল। এরপর মিরপুরে চারদিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল।
পিবিএ/এমএস