পিবিএ, খেলাধুলা: গ্রেফতার হলেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুণারত্নে৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য বোরেলা পুলিশ গ্রেফতার করে তারকা ক্রিকেটারকে৷ পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি৷ সোমবার আদালতে হাজির করা হবে লঙ্কা দলনায়ককে৷
রবিবার সকালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোক সময় একটি চিনচাকার পণ্যবাহী যানকে ধাক্কা মারেন করুণারত্নে৷ ক্রিকেটারের গাড়ির ধাক্কায় তিন চাকার যানের চালক আহত হন৷ তাঁকে কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়৷ ভোর ৫টা ৪০ মিনিট নাগাদ বোরেলার কিনসেই রোডে ঘটে এই দূর্ঘটনা, যার পরেই করুণারত্নেকে গ্রেফতার করা হয়৷
করুণারত্নের বিরুদ্ধে পুলিশি তনন্ত চলবে বলে জানানো হয়েছে৷ তবে শ্রীলঙ্কান ক্যাপ্টেনকে বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটির সামনেও হাজির হতে হবে৷ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আর্থিক চুক্তির শর্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে শ্রীলঙ্কা ক্রিকেট৷ দ্বীপরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের তরফে প্রেস বিজ্ঞপ্তি মারফৎ একথা জানিয়ে দেওয়া হয়েছে৷
দক্ষিণ আফ্রিকা সফরে দীনেশ চাঁদিমলকে টেস্ট দল থেকে ছেঁটে ফেলার পর নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় করুণারত্নের হাতে৷ রামধনুর দেশে নেতৃত্বের শুরুটা অসাধারণ হয় তাঁর৷ করুণারত্নের ক্যাপ্টেন্সিতে দু’টি টেস্টেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা৷ ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট সিরিজ হারতে হয়৷ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসাক পর দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হারানো তৃতীয় দেশে পরিণত হয় শ্রীলঙ্কা৷ এমন দুরন্ত সাফল্যের পর করুণারত্নেকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হচ্ছিল৷ পরিবর্তিত পরিস্থিতিতে ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা প্রবল৷
পিবিএ/এমএস