পিবিএ ডেস্ক: শুধু ব্রা আর প্যান্টি বিক্রি করে লাখ লাখ টাকা রোজগারের বুদ্ধি ঠাউরেছেন একুশের ছাত্রী। তাঁর পণ্য কিনতে প্রতিদিন ভিড় উপচে পড়ছে নানান বয়েসের গ্রাহকের।
বয়স সবে ২১ বছর, এর মধ্যেই দুর্দান্ত ব্যবসায়িক বুদ্ধির নিদর্শন রেখেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এই তরুণী। অনলাইন মার্কেটিং ওয়েবসাইট ‘ক্রেইগ্সলিস্ট’-এর মাধ্যমে গড়ে ৭,০০০ টাকা জোড়া দামে নিজের ব্যবহৃত ব্রা-প্যান্টি বিক্রি করে মোটা মুনাফা লাভ করছেন এই পড়ুয়া।
জানা গিয়েছে, প্রতি মাসে একলপ্তে অনেকগুলি ব্রা-প্যান্টি কেনেন এই তরুণী। তার পর সেগুলি নিয়মিত ব্যবহার করার পরে অনলাইন সাইটে বিক্রির বিজ্ঞপ্তি দেন। হিসেব বলছে, যে ব্রা-প্যান্টি তিনি যত বেশি দিন ব্যবহার করেছেন, তার দাম তত বেশি উঠছে।
শুধু তাই নয়, ব্রা-প্যান্টির সঙ্গে সেগুলি পরে তরুণীর সেল্ফি পেতে হলে খরচ করতে হচ্ছে আরও বেশি অর্থ। আশ্চর্যের বিষয়, পণ্যের সঙ্গে এই উপরি পেতেও ডলার খসাতে বিন্দুমাত্র আপত্তি দেখা যাচ্ছে না গ্রাহকদের।
তরুণী জানিয়েছেন, অনলাইনে নিজের ব্যবহার করা ব্রা-প্যান্টি চড়া দামে বিক্রি করে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে করছেন। তাঁর দাবি, এই ভাবে নিজের শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারছেন বলে গর্বিত ওই ছাত্রী।
পড়াশোনার পাশাপাশি অনলাইনে সফল ব্যবসা করা ছাড়া পোষা কুকুরদের হাঁটিয়ে এবং রেস্তোরাঁয় টুকটাক ওয়েট্রেসের কাজ করেও তিনি উপার্জন করেন। এ পর্যন্ত ব্যবহৃত অন্তর্বাস বেচে তাঁর মোট আয় হয়েছে ২৩,২৭৪,৩০ টাকা।
পিবিএ/এফএস