সেনবাগে ফ্যাষ্টিক কারখানায় আগুন, নিহত ১

senbug-fire-PBA

পিবিএ,সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ঠাকুর বাড়িতে একটি ফ্যাষ্টিক কারখানায় ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোঃ ইসমাইল (৩৫)নামের এক ব্যাক্তি আগুনে পুড়েঁ মারা গেছে। নিহত ইসমাইলের বাড়ি নোয়াখালী সদর উপজেলার সোনাপুরের সুল্লুকিয়া গ্রামে। সে ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। ইসমাইল দীর্ঘ দিন ধরে সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুর গ্রামের নারায়ন চক্রবত্তি( ঠাকুর বাড়ির) সুখ ঠাকুরের ছেলে নারায়ণ চক্রবত্তির ফ্যাষ্টিকের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতো। ঘটনার সময় সে ওই ফ্যাক্টরিতে ঘুমিয়ে ছিল।

খবর পেয়ে চৌমুহনী ও নোয়াখালী থেকে ফায়ার সার্ভিস( দমকল) বাহিনীর স্টেশনের ফায়ার মাষ্টার মাহবুবুর রহমানের নেতৃত্বে দুইটি ইউনিট সেনবাগ থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম ও এসআই সহিদুল আলমেন নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও এলাকাবাসী সহযোগিতায় ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এর আগেই ওই কারখানাটি পুড়ে সম্পুন্ন ছাঁই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী কারখানা মালিকের।

এসময় ফায়ার সার্ভিস ও সেনবাগ থানা পুলিশ অগ্নিকান্ডের স্থলে তল্লাশি করে ইসমাইল নামে ওউ শ্রমিকে পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খবর পেয়ে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন কবির ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদশর্ন করে।

স্থানীয় লোকজন জানায় দীর্ঘ দিন ধরে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই বাড়ির ভিতরে ওই কারখানাটি পরিচালনা করে আসছিলো। তবে, অগ্নিকান্ডের সময় ওই এলাকায় তখন বিদুৎ ছিলো।

পিবিএ/এফএস

আরও পড়ুন...