পিবিএ, ঢাকা : অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়া আর কোনো নতুন ভবনের অনুমোদন দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার শুরতেই বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মন্ত্রিসভা শোক প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন- অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়া আর কোনো বহুতল ভবন নয়।
বহুতল ভবন যখন তৈরি করা হবে, তখন ফায়ার সার্ভিস সাধারণত একটা ক্লিয়ারেন্স দেয়। ক্লিয়ারেন্সই যথেষ্ট নয়, এর সঙ্গে পরিদর্শন করে এটা ভায়াবেল কিনা- এটা নিশ্চিত করা।
অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়মিত পরিদর্শন করা এবং ফায়ার সার্ভিসের যে অনুমোদন দেয়া হয় সেটি শিল্পের মতো প্রতিবছর একবার করে নবায়ন করা যায় কিনা- সেটি বছরে বছরে দেখা।
প্রধানমন্ত্রী রাজধানীসহ সারাদেশে অবৈধভাবে নির্মিত ভবন চিহ্নিত করতে এবং যেসব ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই বা ত্রুটি আছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে অগ্নকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন নিহত ও ১৩০ জন আহত হন।
পিবিএ/জেডআই