পিবিএ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘র ৬২১ নম্বর কেবিনে বিশ্রামে রাখা হয়েছে। এর আগে দুপুর ১২টা ৩৬ মিনিটে তাকে বিএসএমএমইউ-তে আনা হলে তিনি খুব ক্লান্তি বোধ করেন এবং বিশ্রাম নিতে চান।এরপর তাকে ৬২১ নাম্বার কেবিনে বিশ্রামে রাখা হয়।
হাসপাতালের একটি সূত্র জানায়, খালেদার জন্য ৬২১-৬২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে।
ইতোমধ্যে খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল করা হয়েছে। বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জিলন মিয়া।
এই মেডিকেল বোর্ডে আরো রয়েছেন রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক। সোমবার (১ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউ সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে খালেদাকে বহনকারী গাড়ি বহর পুরান ঢাকার পুরনো কারাগার থেকে বের হয়ে ১২টা ৩৬ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছায়।
সকালেই খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
খালেদার বিশ্রাম শেষ হলে চিকিৎসা শুরু হবে।
পিবিএ/এএইচ