‘তফসিল ঘোষণার পরও নেতাকর্মীদের ওপর হামলা’

পিবিএ, ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে আর কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হবে না। কিন্তু তারপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।

বুধবার (১২ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সকল আক্রমণ বন্ধ করার প্রসঙ্গে চিঠি নিয়ে আসেন সেলিমা রহমান।

তিনি বলেন, নির্বাচন কমিশন জানিয়েছিল, তফসিল ঘোষণার পর থেকে আর কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু তারপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। অজ্ঞাতনামা মামলা নামে তাদের গ্রেফতার করা হচ্ছে।

চিঠিতে আছে, আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, অদ্য ১১-১২-২০১৮ ইং তারিখ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৈয়দপুর হতে ঠাকুরগাঁও যাওয়ার পথে সদর উপজেলার বেগুনবাড়ি দানারহাট এলাকায় আগামী দুর্বৃত্তদের দুর্বৃত্তরা অতর্কিত ইটপাটকেল, লাঠিসোটা দিয়ে হামলা করে তাকে বহনকারী গাড়ী ভাঙচুর করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে আমরা সিইসিকে জানালে, তিনি জানান, পুলিশের সাথে এ বিষয়ে তারা কথা বলছেন। কমিশন এ বিষয়ে চেষ্টা করছে এবং করবে বলে জানান তিনি। আমরা মনে, করি তিনি অসহায় বিব্রতবোধ করছেন। কারণ তিনি কিছু করতে পারছেন না।

চিঠিতে বলা আছে, নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত হওয়া ও প্রতীক বরাদ্দের পরও আইন-শৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মী সমর্থকদের বাড়িতে সাদা পোশাকে গিয়ে ভয় ভীতি দেখাচ্ছে ও গ্রেফতার করছে। এমনকি আদালতে যাওয়ার পথে, আদালত থেকে জামিন নিয়ে ফেরার পথে এবং জেল গেট থেকে পুনরায় গ্রেফতার করছে। এতে করে ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...