কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় এসআইকে মারধর, নৌবাহিনীর সদস্য গ্রেফতার

গ্রেপ্তার

পিবিএ, নড়াইল: এইচএসসি পরীক্ষা চলাকালে নড়াইলের লোহাগড়া সরকারি কলেজ কেন্দ্রে অবৈধ ভাবে প্রবেশে বাঁধা দেয়ায় এসআই শাফায়েত হোসেন মারধর করেছে নৌবাহিনীর এক সদস্য। সোমবার (১ এপ্রিল) ১২টা ৪৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে।
এ সময় নৌবাহিনীর সদস্য গোলাম রসুল জনি শেখকে (২৪) গ্রেফতার করে পুলিশ। জনি লোহাগড়া পৌর এলাকার পারছাতড়ার আজিবর শেখের ছেলে এবং চট্টগ্রাম অঞ্চলে নৌবাহিনীতে রেডিও অপারেটর জেনারেল পদে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, আটক জনির ছোট বোন ইতি খানম লোহাগড়া সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে পৌনে একটার দিকে জনি পরীক্ষাকেন্দ্রে বেআইনি ভাবে প্রবেশ করতে যান। দায়িত্বরত লোহাগড়া থানার এসআই শাফায়েত হোসেন নৌবাহিনীর সদস্য জনিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাঁধা দেন। এক পর্যায়ে জনি পুলিশ কর্মকর্তা শাফায়েতের মুখে কিল-ঘুষি মেরে আহত করেন।

এ সময় অন্য পুলিশ সদস্যরা জনিকে আটক করে থানায় নিয়ে আসেন। নৌবাহিনীর সদস্য জনির এ ধরণের আচরণে বিস্ময় প্রকাশ করেছেন এইচএসসি পরীক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
লোহাগড়া সরকারি কলেজের অধ্যক্ষ মহাব্বত আলী পিবিএ’কে বলেন, পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে গেছে। লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস পিবিএ’কে জানান, এ ঘটনায় জনি শেখকে আটক করা হয়েছে। উধ্বর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/এফকে/হক

আরও পড়ুন...