পিবিএ,ঢাকা: খিলগাঁওয়ে নিহত কিশোরের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে। তার নাম বিবেক মন্ডল (১৩)। পিতা বিশ্বজিৎ মন্ডল পেশায় ইলেকটিশিয়ান। মা কাকলী মন্ডল গৃহিণী। তাদের বাসা মধ্য নন্দিপাড়া বটতলা ২ নং স্কুল রোড। এটিই তাদের স্থায়ী ঠিকানা।
ঢাকা মডেল স্কুল এন্ড কলেজ এর ৮ম শ্রেণির ছাত্র সে। বাবা মায়ের একমাত্র সন্তান সে। নিজের সাইকেল নিয়েই বিকেলে বের হয়েছিলে সে। পিতা বিশ্বজিৎ মন্ডল ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে ছেলের লাশ সনাক্ত করেন ও এসব তথ্য জানান।
উল্লেখ্য,সোমবার বিকাল ৫টার দিকে রাজধানীর খিলগাঁও বাগানবাড়ি এলাকায় পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী বিবেক নামের এক কিশোর কে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পিবিএ/এইচএ/হক