বিজেপি এবং কংগ্রেসের বহু পেজ সরিয়ে দিল ফেসবুক

ফেসবুক

পিবিএ ডেস্ক: কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট সরিয়ে দিল ফেসবুক। ভুয়ো অ্যাকাউন্ট গুলির বিরুদ্ধে অভিযান চালানোর অংশ হিসাবে এই পদক্ষেপ বলে সংস্থা জানিয়েছে। এগুলি ‘সঙ্ঘবদ্ধভাবে অপব্যবহার’ করা হচ্ছিল বলে ফেসবুকের দাবি। একইসঙ্গে তারা সরিয়ে দিয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ‘সিলভার টাচ’র সঙ্গে যুক্ত ১৫টি পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট। আহমেদাবাদ-কেন্দ্রিক সংস্থা সিলভার টাচ পরিচিত ফেসবুকে ‘ইন্ডিয়ান আই’ পেজের সঙ্গে তাদের যোগসাজশের জন্য। গুজরাট রাজ্য সরকার ও বেশ কয়েকটি কেন্দ্রীয় সরকারি দপ্তরের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিলভার টাচ এবং ইন্ডিয়ান আই-কে সবাই দেখে বিজেপিপন্থী হিসাবে।

ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতি নির্ধারণ বিভাগের প্রধান ন্যাথানিয়েল গ্লেচার সোমবার সাংবাদিকদের জানান, ‘ভারতে সঙ্ঘবদ্ধভাবে ফেসবুকের অপব্যবহার করছে, এমন ৬৮৭টি পেজ ও অ্যাকাউন্ট ধরা পড়ে আমাদের স্বয়ংক্রিয় প্রযুক্তিতে। তার মধ্যে অধিকাংশই নিয়ন্ত্রণ করছিলেন কংগ্রেসের আইটি সেলে যুক্ত লোকজন। এই ধরনের অপব্যবহার রুখতে আমরা সবসময় কাজ করে চলেছি, যাতে মানুষকে প্রভাবিত করার কাজে ফেসবুকের ব্যবহার না হয়। তাই ওই অ্যাকাউন্ট এবং পেজগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে।’ ‘রাজনৈতিক পোস্ট নয়, বরং পরিচয় লুকিয়ে খোলা হয়েছিল ভুয়ো অ্যাকাউন্ট। এগুলির পিছনে যারা রয়েছেন, তাদের আড়াল করতেই ওই অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করা হচ্ছিল। সেজন্য সরানো হয়েছে।’ জানিয়েছেন গ্লেচার। সঙ্গে তিনি আরও বলেন, ওই অ্যাকাউন্টগুলি থেকে স্থানীয় খবর এবং রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করা হতো। আসন্ন লোকসভা নির্বাচন এবং প্রার্থীদের নিয়েও নানা পোস্ট থাকত। বিজেপি-সহ বিপক্ষ নেতাদের সমালোচনা করতেও ওই অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করত কংগ্রেসের আইটি সেল। প্রমাণ হিসাবে কংগ্রেস আইটি সেলের নিয়ন্ত্রণে থাকা ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজের স্ক্রিনশটও তুলে ধরা হয়, যাতে কংগ্রেসের হয়ে দেওয়া হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি। সমালোচনা করা হয়েছে মোদী সরকারের। যে পেজ ও অ্যাকাউন্টগুলি সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলি ২ লক্ষের কাছে পৌঁছে যেত। বিজ্ঞাপনের জন্য খরচ করেছে ৪০ হাজার ডলারের বেশি অর্থ।

একইভাবে সিলভার টাচে থাকত স্থানীয় খবর এবং রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট। থাকত ভারত সরকার ও আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে নানা পোস্ট। থাকত কংগ্রেসের সমালোচনা করে নানা বক্তব্য। যদিও, এর পিছনে যারা, তারা নিজেদের লুকিয়ে রাখলেও, আমাদের তদন্তে দেখা গিয়েছে তারা ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থা সিলভার টাচের সঙ্গে যুক্ত।’ জানিয়েছেন গ্লেচার। সিলভার টাচ পৌঁছে যেত ২৬ লক্ষের কাছে। বিজ্ঞাপনের জন্য খরচ করেছে ৭০ হাজার ডলারের বেশি অর্থ।
পিবিএ/এএইচ

আরও পড়ুন...