বসন্ত এলে প্রকৃতিতে নতুন প্রেমের সাড়া জাগে। চেনা ফুলের পাশাপাশি নাম না জানা গাছে ফুল ফোটে। যার নামও আমরা জানি না। অবহেলায় দৃষ্টিও এড়িয়ে যায়। আমাদের গ্রাম-গঞ্জের নদী বা পুকুরের ধারে স্থানীয় ভাষায় ‘বন্যা গাছ’ জন্মে। তেমন কোন কাজে না আসায় প্রকৃতিপ্রেমীদের দৃষ্টিগোচর হয় না। তবে নিজের সৌন্দর্য নিয়ে ঠিকই ফুটে থাকে। ছবিটি মঙ্গলবার ২ এপ্রিল পাবনার বেড়া উপজেলার ডাকবাংলা থেকে তোলা। ছবি: পিবিএ