আল আমীন সুমন ,পিবিএ,রংপুর: মহানবী হযরত মুহাম্মদ সাঃ সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের সামনে প্রদান করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রভাত চন্দ্রকে গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ মঙ্গলবার রংপুর নগরীর তাজহাট এলাকায় অবস্থিত সরকারী কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এলাকাবাসি বিক্ষোভ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পুলিশ অভিযুক্ত শিক্ষক প্রভাত চন্দ্রকে গ্রেফতার করেছে। পুলিশ ও কৃষি ইন্সটিটিউটের অধ্যাক্ষ পিবিএ’কে জানান সোমবার সকালে ৬ষ্ঠ ব্যাচের ক্লাশ নেবার সময় সিনিয়র শিক্ষক প্রভাত চন্দ্র মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে জারজ সন্তান বলে কুটুক্তি করে। এ ঘটনা শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। বিষয়টি জানাজানি হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসি ইন্সটিটিউটের সামনে বিক্ষোভ করে তারা প্রধান ফটকে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে অবস্থান নেয়।
অন্যদিকে বিক্ষুব্ধ জনতা তাজহাট মোড়ে অবস্থিত রংপুর কুড়িগ্রাম ও লালমনিরহাট প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রভাত চন্দ্রকে পুলিশ আটক করে তাজহাট থানায় নিয়ে যায়। ’ এ ব্যাপারে কৃষি প্রশিক্ষন ইন্সটিটিউটের অধ্যাক্ষ কৃষিবিদ মোহাম্মদ আলী জানান বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
পিবিএ/হক