রংপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

পিবিএ, রংপুর: রংপুরে আজিজুল ইসলাম (১৫) নামে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি দল। সোমবার রাতে জেলার কাউনিয়া থানাধীন নাজিরদহ চক্রপানি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে।

র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আ.ন.ম. ইমরান খান মঙ্গলবার দুপুরে জানান, গ্রেফতারকৃত আজিজুল সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষা-২০১৯ এর ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে সে দায়িত্ব পালন করত। সে বিভিন্ন লোকজনকে বিশেষ করে ছাত্র/ছাত্রীদেরকে প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস এবং রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত। সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কর্মকা-ের কথা স্বীকার করেছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

পিবিএ/এএস/হক

আরও পড়ুন...