নারী শিশু ও যৌতুক নির্যাতন মামলায় আওয়ামীলীগ নেতা কারাগারে

আওয়ামীলীগ নেতা কারাগারে

পিবিএ,নোয়াখালী: নারী শিশু ও যৌতুক নির্যাতন মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাকের আহমেদকে কারাগারে প্রেরণ করেছে নোয়াখালীর বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট । বাকের উচ্চ আদালত থেকে দীর্ঘদিন জামিনে থাকার পর গতকাল মঙ্গলবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণে করে।

উল্লেখ্য- ২০১৮ সালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে বাকের আহমেদের বিরুদ্ধে তার স্ত্রী স্কুল শিক্ষিকা তাসলিমা আক্তার নারী শিশু নির্যতন ও যৌতুকের একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত ঘটনার সত্যতা পেয়ে বাকের আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে বাকের আহমেদ এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

পিবিএ/কেএ/হক

আরও পড়ুন...