পিবিএ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বন্যা প্রসাদ গ্রামে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাফি (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আয়নাল হকের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাফি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী বাদল সাহার পরিত্যক্ত ভিটে বাড়িতে আম কুড়াতে যায়। আম কুড়ানো শেষে বাড়ি ফেরার সময় ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/এমএম/হক