জয়পুরহাটের কালবৈশাখী ঝড়ে ঘড়বাড়ি লন্ড ভন্ড; আহত ২২

পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা, বাগুয়ান, ধরনজি, দানেজপুর সহ কয়েকটি গ্রামে কাল বৈশাখী ঝড়ে বেশ কিছু কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকান পাট লন্ড ভন্ড হয়েছে। এ সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের জয়পুরহাট ও পাচবিবির ২ টি ইউনিট আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পাঁচবিবি থানার ওসি বজলার রহমান ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে কাল বৈশাখী ঝড়ে তার ইউনিয়নের বাগুয়ান, নওদা সহ আশপাশের কয়েকটি গ্রামের বেশ কিছু কাঁচাপাকা ঘরবাড়ি, দোকানপাট ল্ন্ডভন্ড হয়ে যায় এবং গাছ পালা উপড়ে যায়। এছাড়া ওই সব গ্রামের কমপক্ষে ৫০-৬০ টি ঘরবাড়ি দোকানপাটের টিনের চালা উড়ে যায়। গাছের চাপা পড়ে একটি মটর সাইকেল ভেংগে যায়।এদিকে টিনের চালা ও গাছপালার ডাল ভেঙ্গে পড়ে কমপক্ষ্যে ২২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত আহতদেও সংখ্যা আরও বাড়তে পারে। আহতরা হলেন পাচবিবি উপজেলার নওদা বাগুয়ানা গ্রামের,-সাজ্জাদ (২০), আ: মতিন(৩২), আসলাম (২০) ইদ্রিস(৫০), আ: ছাত্তার(৪০) আনিছুর(৪০) সিরাজ উদ্দিন(৩০) কাউছার( ৩০)জুয়েল(৩০) মুনছুর(৫০)জায়বর(৪২) মাসুদ রানা(৪৫)ফারুক(২০) শামীম(২০) শুভ(১০)ইদ্রিস(৩০) মাহমুদা(৪০) ইয়ামিন(২৭) মীম( ১৮) জবেদা( ৪৫) নাসিমা( ২৫) মাসুদ রানা( ৩৬) আকতারুননেছা(৩৩)

পিবিএ/এবিসি/হক

আরও পড়ুন...