নূর সহ সহযোগীদের লাঞ্ছিত করলো ছাত্রলীগ

এসএম হলে অবরুদ্ধ ডাকসু ভিপি নূর

পিবিএ, ঢাকা: ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনকে লাঞ্ছিত করেছে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদের ছাত্রলীগের নেতারা। আজ মঙ্গলবার (২এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে এসএম হল প্রভোস্টের কক্ষে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিপি নূর এবং তার সঙ্গীদের লাঞ্ছিত করে।

জানা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার এসএম হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফরিদ হাসানকে দেখতে গিয়ে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে লাঞ্ছিত হন ডাকসু ভিপি নুরুল হক নূর। এ সময় হল প্রাধ্যাক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করেন।

এর আগে ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সমর্থন জানান ভিপি নূর।

রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন

মানববন্ধন শেষে নূরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীরা ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসএম হলে যান। তাদের মধ্যে কয়েকজন নারী নেত্রীও ছিলেন। তবে হলে প্রবেশের মুখেই হল সংসদের নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতারা তাকে লাঞ্চিত করেন। এছাড়া নারী নেত্রীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে এসএম হল সংসদের ভিপি এমএম কামাল বলেন, ভিপি নূর আমাদেরকে অবহিত না করেই হলে এসেছেন। এছাড়াও তিনি নারীদের সাথে নিয়ে হলে এসেছেন যা এস এম হলের সংস্কৃতির সঙ্গে যায় না।

এ বিষয়ে ভিপি নূর বলেন, প্রভোস্টের কাছে ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসেছি। তবে এ ঘটনার সময় হল প্রভোস্ট অনুপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে হলের আবাসিক ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠে। হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ফরিদ নিজ সংগঠনের মনোনয়ন না পেয়ে হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। মূলত ছাত্রলীগের বাইরে গিয়ে প্রার্থী হওয়ার কারণেই তার ওপর ছাত্রলীগের একাংশ ক্ষুব্ধ ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...