মানিকগঞ্জে এশিওর কোম্পানি থেকে ফসলি জমি রক্ষা পেতে মানববন্ধন

পিবিএ, মানিকগঞ্জ: এশিওর কোম্পানির হাত থেকে ফসলি জমি রক্ষার দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে শতাধিক কৃষক। মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও গণসাক্ষর দিয়েছেন।

এছাড়াও পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ভূমি অফিস ও স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে স্থানীয় কৃষক মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক, মোজাম্মেল দেওয়ান, হযরত আলী, লালচাঁন, লিটন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রাম, ভালকুটিয়া ও বালিয়াখোড়া এই তিনটি গ্রামের মধ্যকার বেশ কিছু ফসলি জমি থেকে বিক্ষিপ্তভাবে এশিওর কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান মাটি কেটে নিচ্ছে। এছাড়াও ওই কোম্পানি খেতের মাঝখান দিয়ে তাদের কেনা জমিতে অনাকাঙ্খিত কাটতারের বেড়া দিয়ে কৃষকদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। জায়গায় জায়গায় ফসলি জমি খনন করে মাটি উত্তোলনের ফলে পাশ্ববর্তী ফসলি জমিগুলো ভেঙ্গে যাচ্ছে। কিছু দালাল চক্রের মাধ্যমে কোম্পানি সাধারণ কৃষকদের জমি স্বল্পমূল্যে ক্রয়ের জন্যই এভাবে বিক্ষিপ্তভাবে মাটি কেটে কৃষকদের চাষাবাদে সমস্যার সৃষ্টি করছে। সেই সাথে অনেক কৃষককে জমি বিক্রির জন্য ভয়ভীতিও দেখাচ্ছে। কাটাতারের বেড়া দেওয়ার কারনে স্থানীয়রা কবরাস্থানে যেতেও পারছেনা।

বক্তারা অবিলম্বে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন।

পিবিএ/এমএসই/এমএসএম

আরও পড়ুন...