গণবিক্ষোভের মুখে আলজেরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

রাজপথে জনতার উল্লাস

পিবিএ ডেস্ক: কয়েক সপ্তাহ’র লাগাতার ও ব্যাপক গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন ২০ বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে থাকা আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বুতেফলিকা।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিএস নিউজ-এ প্রকাশিত এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দেন ৮২ বছর বয়সী বুতেফলিকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বুতেফলিকাকে সরাতে ব্যবস্থা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।এর আগে দেশটির রাজনীতিতে প্রভাবশালী সেনাবাহিনী বুতেফলিকা দায়িত্ব পালনে অক্ষম বলে ঘোষণা করে।৮২ বছর বয়স্ক বুতেফলিকা ৬ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে হয়ে পক্ষাঘাতগ্রস্থ হন।এরপর থেকে তাকে খুব কমই জনসম্মুখে দেখা যেতো।তিনি ঠিক মত দায়িত্ব পালন করতে পারছিলেন না।এ অবস্থায় তিনি পঞ্চম মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের প্রার্থীতা ঘোষণা করলে তরুণদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।অবশেষে সেই আশা ত্যাগ করে তাকে ব্যাপক গণবিক্ষোভ ও ধিক্কারের মুখে ক্ষমতা থেকে বিদায় নিতে হলো।

বুতেফলিকার পদত্যাগের খবরে রাজপথে পতাকা নেড়ে ও গান গেয়ে জনতার উল্লাস

বুতেফলিকার ঘোষণার পর রাজধানী আলজেরিসে জনতাকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। শহরের পোস্ট অফিসের সামনে অনেকেই পতাকা নাড়িয়ে গান করেন।

আলজেরিয়ায় আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।তবে তরুণরা চান পুরাতন রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন।বোতেফ্লিকাকে ব্যবহার করে যে অনির্বাচিত এলিট শ্রেণি দেশ শাসন করতো তাদের অপসারণ।

২৫ বছর বয়সী কামেল বলেন, এটা দেশের বিজয়। আমরা এখন চাই আমাদের দেশের পুরনো পাহারাদাররা সরে যাক, চাই দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিচার হোক। আমরা কেবল একটি রাজনৈতিক লড়াইয়ে জিতেছি, এখনও যুদ্ধে জেতা বাকি।

১৯৯০ এর দশকে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ইসলামপন্থীরা বিজয়ী হলে দেশটির সেনাবাহিনী বাঁধ সাধে।তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে।ফলে দীর্ঘ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে আলজেরিয়া।

১৯৯৯ সালে গৃহযুদ্ধের পর সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আবদেলআজিজ বোতেফ্লিকা। আলজেরিয়ার বহু বিভক্ত রাজনৈতিক ধারাকে তিনি একত্রিত করেছিলেন বলে মনে করে থাকেন অনেকেই। ২০১১ সালে আরব বসন্তে ওই অঞ্চলের বহু নেতার পতন হলেও টিকে গিয়েছিল বুতেফলিকার প্রেসিডেন্ট পদ।

তবে বোতেফ্লিকার পতনের পর এখন কোন দিকে মোড় নিবে আলজেরিয়ার রাজনীতি? এই প্রশ্নের জবাবে সালমাই সাদিক নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ইনশায়াল্লাহ, আমরা শতভাগ গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারবো, এটা খুবই গুরুত্বপূর্ণ।আমাদেরকে আগের সরকারকে সম্পূর্ণভাবে বিদায় করতে হবে এবং সেটাই সবচেয়ে কঠিন কাজ।

তবে দেশটির বিদ্যমান সংবিধান অনুসারে সিনেটের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব নিতে পারেন এবং তিনি নতুন নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...