পিবিএ ডেস্ক:ফের মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন এক তারকা। একইসঙ্গে পুলিশ কর্মকর্তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ভারতীয় টিভি সিরিয়াল অভিনেত্রী রুহি শৈলেশকুমার সিংয়ের বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রাতে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশ জানায়, ঘটনার সময় রুহি (৩০) এতটাই মদ্যপ ছিলেন যে, গাড়ির নিয়ন্ত্রণই করতে পারছিলেন না। যার ফলে তার গাড়ির ধাক্কায় চারটি দুচাকা এবং তিনটি চার চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পালাতে গেলে বান্দ্রার লিঙ্কিং রোডে তার গাড়ি আটকান কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা।
রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়ি আটকানোর প্রতিবাদে ওই পুলিশ কর্মকর্তাকে রীতিমতো নিগ্রহ করছেন রুহি এবং তার দুই সঙ্গী। এমনকি সেখানে জড়ো হওয়া পথচলতি মানুষদের সঙ্গেও বচসা হয় তাদের। সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখার পরই রুহির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় সংবিধানের যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।
এর আগে ২০০২ সালের পয়লা সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় সালমান খানের বিরুদ্ধে বান্দ্রায় রাস্তার পাশে শুয়ে থাকা একাধিক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। এর ১৭ বছর পর পুনরায় এক তারকার বিরুদ্ধেও একই অভিযোগ উঠলো।
পিবিএ/এফএফ