এস এম হলে হামলার প্রতিবাদ কর্মসূচি উপাচার্যের আশ্বাসে স্থগিত

ঢাবি
কর্মসূচি উপাচার্যের আশ্বাসে স্থগিত
ওয়ায়েছ আহমেদ আরিফ,পিবিএ, ঢাবি : হামলার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গতকাল সন্ধ্যা ৭টার দিকে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ফের হামলার শিকার হন। এর প্রতিবাদে ভিপি নুরসহ তার সহযোগীরা গতকাল রাত থেকে ১৪ ঘন্টা অনশন কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এই ঘটনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
বুধবার (৩ এপ্রিল) তার অফিসে সাংবাদিকদের সামনে তিনি একথা জানান। উপাচার্য বলেন, হামলার ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে দীর্ঘ দেড় ঘণ্টা ভিপি নুরের সঙ্গে আলোচনা করেন ভিসি মো. আখতারুজ্জামান। নুর এ বিষয়ে পরবর্তীতে গণমাধ্যমকে তার মতামত জানাবেন ।
পরবর্তীতে রাজু ভাস্কর্য এর সামনে বেলা এগারটা নাগাদ প্রেস ব্রিফিং এ ডাকসু’র ভিপি নুরসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ জানান, সোমবারের মধ্যে সব হল থেকে অছাত্র নির্মূল ও দ্রুততম সময়ের মধ্যে সকল আবাসিক ছাত্রের জন্য রুমভিত্তিক অনলাইন ডেটাবেজ তৈরি এবং ফরিদসহ সকল সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও নারী নির্যাতনের সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ বিষয়ে উপাচার্যের দেওয়া আশ্বাসে অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবারের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার নির্দেশনা দেন ডাকসু’র ভিপি নুরুল হক নুরসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।
পিবিএ/ওএ/জেডআই

আরও পড়ুন...