খুলনায় পাটকল শ্রমিকদের পুলিশ বক্সে হামলা ভাঙচুর, ৩ পুলিশ আহত

পাটকল
পুলিশ বক্সে হামলা

পিবিএ খুলনা : রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আন্দোলনে খুলনায় ৯ দফা দাবিতে সড়ক রেলপথ অবরোধ করে শ্রমিকরা। টানা তৃতীয় দিনের মত এ অবরোধ করে কর্মসূচি পালন করছেন তারা।

পাটকল শ্রমিক লীগের ডাকে বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর ৬টায় মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক এ ধর্মঘট পালন করছেন। অবরোধের কারণে রেলপথ ও সড়ক পথের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

খুলনায় ৯ দফা দাবিতে অবরোধকারী শ্রমিকরা দৌলতপুরে নতুন রাস্তার মোড়ে পাগলা পুলিশ বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। শ্রমিকদের লাঠির আঘাতে ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার সহ তিন পুলিশ আহত হয়েছে। আহত তিন পুলিশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। ঘটনার পর কে এম পি র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পিবিএ/এসসি/জেডআই

আরও পড়ুন...