নরসিংদীতে শ্রমিকদের ট্রেন ভাংচুর, সড়ক অবরোধ

খন্দকার শাহিন, পিবিএ, নরসিংদী : নরসিংদীতে রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের ডাকা ধর্মঘটে তৃতীয় দিনের মত সড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। এসময় কর্ণফুলী ও ঢাকাগামী আন্তনগর ট্রেন থামিয়ে ট্রেনে লাঠিসোট ও ইট নিক্ষেপ করে হামলা ভাংচুর চালায় । ভাংচুর চলাকালে যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে।

ট্রেন
নরসিংদীতে ট্রেন ভাংচুর

মুজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধ সহ ৯ দফা দাবী আদায়ের লক্ষে ৭২ ঘন্টা অবরোধের শেষ দিনে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক লীগ, ইউ.ইম.সি পাটকল নরসিংদী শাখার কয়েক হাজার শ্রমিক তৃতীয় দিনের মত রেল সড়ক অবরোধ করে রাখে।এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেটগামী কর্ণফুলী ও ঢাকাগামী একটি আন্তনগর ট্রেন হামলা চালায়। ট্রেনের চালকের উপর হামলাসহ দুটি ট্রেন ভাংচুর করে । পরে ট্রেন চালককে পুলিশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পিবিএ’কে জানান প্রত্যক্ষদর্শীরা।

সকাল সাড়ে নয়টার ইউ.ইম.সি পাটকল নরসিংদী শাখা হতে কয়েক হাজার শ্রমিক মিছিল নিয়ে শহরের প্রধান প্রাধান সড়ক গুলোতে বিক্ষোভ করে। বাসাইল শাপলা চত্বরে হয়ে তরোয়া রেল গেইট (বাসাইল) এলাকায় ভাংচুর চালায় শ্রমিকরা। রেল লাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

এসময় ঢাকা,সিলেট,চট্টগ্রামে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা অসহায় হয়ে চরম ভোগান্তিতে পড়ে। যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করতে দেখা যায়। পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুপুর সাড়ে ১২ দিকে কর্ণফুলি ও ঢাকাগামী আন্তনগর ট্রেন দুটি উদ্ধারের করে ফায়ার সার্ভিস ও রেল কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বকেয়া মুজুরী দিচ্ছে না পাটকল কর্তৃপক্ষ। তাই কোন উপায়া না পেয়ে ঢাকা-সিলেট মহাসড়ক, রেলপথ অবরোধ করে রাখেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের বেতন ভাতা পরিশোধ করা না হলে, কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...