কুড়িগ্রামে ভুল প্রশ্ন দিয়ে এইচ এসসি পরীক্ষা গ্রহণ

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মোছাঃ আইরিন আক্তার চিলমারী মহিলা ডিগ্রী কলেজের ২০১৬-১৭শিক্ষাবর্ষের শিক্ষার্থী, কেন্দ্র- চিলমারী ডিগ্রী কলেজ, রোল নং- ৭৩৬৩৩১, রেজি নং- ৯০১৭৬০৩৭২৬।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষায় কক্ষ পরিদর্শক ওই শিক্ষার্থীকে ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেন। শিক্ষার্থী প্রশ্ন হাতে পেয়ে ভুল প্রশ্ন দেখে কক্ষ পরিদর্শককে বিষয়টি জানালে শিক্ষার্থীকে তিনি ধমক দিয়ে ওই প্রশ্ন দিয়েই পরীক্ষা দিতে বলেন। শিক্ষার্থী ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা শেষ করে বাসায় গিয়ে তার অভিভাবককে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ার বিষয়টি অবহিত করে।

পরীক্ষার দ্বিতীয় দিন ২ এপ্রিল বাংলা ২য় পত্রের (আবশ্যিক) পরীক্ষা ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন দিয়ে পরীক্ষা গ্রহণ করে। বিষয়টি নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনায় দেখা যায়, ২০১৫-১৬. ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষা বর্ষের পরীক্ষার্থীদের বাংলা ১মপত্রের পরীক্ষা ২০১৯সালের সিলেবাস অনুযায়ী গ্রহণ করতে হবে। বাংলা ১ম পত্রের পরীক্ষা ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে চরম দূশ্চিন্তায় পড়েছে।
এ ব্যাপারে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে কথা হলে তিনি জানান, আমাদের কাছে নির্দেশনা রয়েছে সে মোতাবেক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
পিবিএ/এমআইবি/হক

আরও পড়ুন...