পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা বর্ডার গার্ড ব্যাটলিয়নের সদস্যরা ৫ কেজি ৪৮৬ গ্রাম রূপা জব্দ করেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় ৬ বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা দর্শনার মোবারকপাড়ায় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল তল্লাশি করে এই রূপা জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দ করা রূপার দাম চার লাখ ৭০ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেলের দাম এক লাখ ১০ হাজার টাকা।
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কবির হোসেন সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে দর্শনার মোবারকপাড়ায় অভিযান চালান। এসময় তারা রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল তল্লাশি করে তার মধ্যে বিশেষ পদ্ধতিতে লুকিয়ে রাখা ৫ কেজি ৪৮৬ গ্রাম রূপা জব্দ করেন। পরে বেলা আড়াইটায় বিজিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সামনে জব্দ করা আলামত খুলে দেখানো হয়।
পিবিএ/জেএ/হক