জালসা থেকে ডেকে নিয়ে ৩য় শ্রেণি’র ছাত্রীকে ধর্ষণ

পিবিএ, পাবনা : পাবনার চাটমোহর উপজেলায় ইসলামী জালসা থেকে ডেকে নিয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশী এক লম্পট। তবে ধর্ষকের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২ মার্চ ২০১৯) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গোনাইগাছা ইউনিয়নের চাম্পাবিদ বাগে জান্নাত গোরস্থানের বার্ষিক জালসার পাশের মাঠে এ ঘটনা ঘটে। ধর্ষিতা পৈলানপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।

মেয়েটির মামা জানান, আমি জালসায় খাবারের দোকান দিয়েছিলাম, মেয়েটি দোকানের পাশে বসে কিছু খাচ্ছিল এসময় কোন এক লম্পট অগোচরে মেয়েকে মাঠে ডেকে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। আহতবস্থায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসাপাতালে পাঠায়। মেয়েটির বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার মেয়েকে যে এমন কাজ করেছে তাকে চিহিৃত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে। যাতে আর কোন লম্পট এমন ধরনের কাজ না করতে পারে।

পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ডা. শিউলি রানি সাহা বলেন, মেয়েটিকে আমরা চিকিৎসা দিচ্ছি সে বর্তমান সুস্থ্য আছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। এর সাথে জড়িত লম্পট যুবককে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পিবিএ/এমআর/জেডআই

আরও পড়ুন...