মানিকগঞ্জে গণপরিবহনে ছাত্র হাফ ভাড়া নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের

ছাত্র
গণপরিবহনে ছাত্র হাফ ভাড়া নিশ্চিত করার দাবি

 

পিবিএ, মানিকগঞ্জ : গণপরিবহনে ছাত্র হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে মানববন্ধন এবং মহাসড়কের বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে অংশ নেয় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল ১১টায় পুলিশ বক্সের সামনে করা মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন দূর্জয়, সাবেক সভাপতি এম.আর. লিটন, সাবেক সহ সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুররহমান শাহিন, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, শিবালয় উপজেলা শাখার সভাপতি অন্তর হোসেন ও সাংগঠনিক সম্পাদক রনি হাসান বাবু। এছড়াও এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন, ছাত্র ঐক্য ফোরামের সদস্য রফিকুল ইসলাম অভি, কৃষক সমিতির সদস্য দুলাল বিশ্বাস ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি দুলাল খান।

বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহনের ভাড়া নির্ধারণ করে দিলেও অনেকেই তা মানছে না এবং নীলাচল, পদ্মা লাইন ও যাত্রীসেবাসহ অনেক পরিবহনে ছাত্র হাফ ভাড়া নেয় না । শিক্ষার্থী পরিচয় দিলেপরিবহনে উঠানো হয় না। হাফ ভাড়া না নিয়ে বাসের মধ্যে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করা হয়। এছাড়াও ড্রাইভার ও হেলপারের গাফিলতি ও অসচেতনার কারণে বিভিন্ন জায়গায় প্রতিদিন বাসচাপায় প্রাণ হারাচ্ছে শিক্ষার্থীরা।

তারা আরো বলেন, গণপরিবহনে যাত্রী হয়রানী চরম আকার ধারণ করেছে। এদিকে যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া, অন্যদিকে নূন্যতম সেবাও পাচ্ছে না যাত্রীরা। তাদের দাবি আগামী ৭দিনের মধ্যে ছাত্র হাফ ভাড়া নিশ্চিতকরতে হবে, গণপরিবহনে যাত্রী হয়রানী ও বাড়তি ভাড়া বন্ধ করতে হবে।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং পাটুরিয়া ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

পিবিএ/ এমআইএম/জেডআই

আরও পড়ুন...