পিবিএ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গৃহস্থের গোয়ালে গিয়ে বা বাজারে গিয়ে আর গরু চেক করবে না। কোন দেশ থেকে এসেছে, তা পরীক্ষা করবে না’ ।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সীমান্তবর্তী এলাকায় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক ও মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা চিহ্নিতকরণে ওই মতবিনিময় সভা হয়।
তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় বিজিবির যে কাজ, তারা সেটুকু করবে। বিজিবি গৃহস্থের গোয়ালে গিয়ে বা হাটে গিয়ে গরু সম্পর্কে কোনো প্রশ্ন করবে না।’
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় অনেকে বলেন, বিজিবি অনেক সময় অতি উৎসাহী হয়ে কিছু কাজ করে ফেলে। তারই পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হলো।’
জনপ্রতিনিধিরা ওই মতবিনিময় সভায় বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে পাঁচ কিলোমিটার ভেতর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। এই পাঁচ কিলোমিটারের যে সীমা, সেটাও যেন কমিয়ে আনা হয়। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী বিজিবি পাঁচ কিলোমিটার পর্যন্ত কাজ করে। এটা কমানো যায় কি না, তা আলাপ–আলোচনা করে দেখতে হবে।
সভায় বিজিবি, র্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।
পিবিএ/এএইচ