চুয়াডাঙ্গায় রোগী বহনকারী এ্যাম্বুলেন্সে ফেন্সিডিল ও গাঁজা

পিবিএ,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় রোগী বহনকারী এ্যম্বুলেস থেকে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার প্রতাবপুর গ্রামের গলায়দড়ি ব্রীজের নিকট থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ এ্যাম্বুলেন্স জব্দ করে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিতিত্বে সীমান্ত এলাকা থেকে একটি মাদকের বড় চালান বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিতিত্বে পুলিশ গলাইদড়ি ব্রীজের নিকট অবস্থান নেই। এসময় কুড়ালগাছি হয়ে দর্শনা দিকে একটি এ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো গ-১৪-৫৩৭৭) ধাওয়া করে পুলিশ। পুলিশের উপস্থিতি চোরাকারবারীরা টের পেয়ে পালিয়ে যায় । এ সময় এ্যাম্বুলেন্স ফেলে পালায় তারা। পরে পুলিশ এ্যাম্বুলেন্স থেকে ১শ’বোতল ভারতীয় ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ এ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

পিবিএ/টিটি/হক

 

আরও পড়ুন...