পিবিএ, ঢাকা : চেকপোস্ট পরিচালনার সময় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪ টার দিকে তেজগাঁও চেকপোস্টে ডাকাত দলের গাড়িকে সিগনাল দিলে র্যাবের সঙ্গে একদল অস্ত্রধারী ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আন্তঃজেলা গাড়ি চোরাই চক্র ও ডাকাত দলের দুই সদস্য নিহত হয়।
মিজানুর রহমান আরও জানান, এ সময় তাদের কাছ থেকে চোরাই গাড়ি, বিদেশি পিস্তল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত নাইম হোসেন এর গ্রামের বাড়ী মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। তার বাবার নাম সিকিম আলী। অন্যদিকে জামাল হাওলাদার ঝালকাঠি সদরের দলিল উদ্দিন হাওলাদারের ছেলে।
পিবিএ/এফএফ