মহাবিপদে পড়তে পারেন সিআর সেভেন

rolando-PBA

পিবিএ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে ছিল কর ফাঁকির মামলা। এ মামলার রায় দিয়েছেন আদালত। তাতে হেরে গেছেন রোনাল্ডো। ফলে মহাবিপদে পড়তে পারেন সিআর সেভেন।

২০১৬ সালে রোনাল্ডো ও মরিনহোর ‘মহা’ ট্যাক্স ফাঁকির খবর প্রকাশ করে ডের স্পেইগেল।

জার্মান সংবাদমাধ্যমটি জানায়, নিজ নামের স্বত্ব ব্যবহার করে সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে অখ্যাত প্রতিষ্ঠানে প্রচুর অর্থ ঢালেন রোনাল্ডো। এ তথ্য সংগ্রহে ফুটবল লিকসের সঙ্গে একযোগে কাজ করেন ইউরোপের ৬০ খ্যাতনামা সাংবাদিক।

ডের স্পেইগেলের প্রতিবেদন অনুযায়ী, ‘বিবাদীর আবেদন জমা রাখতে’ আদেশ দিয়েছেন হ্যামবুর্গ আদালত। ইতিমধ্যে মামলা তুলে নিয়েছে আইনি সংস্থা শার্টজ বার্গম্যান। এটি আবার স্প্যানিশ সংস্থা সান ফেরেরোর সঙ্গে একজোট হয়ে কাজ করে।

গেল জানুয়ারিতে স্পেনে ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে জেল এড়িয়ে যান রোনাল্ডো। তবে এবার মনে হয় রেহাই পাচ্ছেন না তিনি। বিশাল অঙ্কের জরিমানাসহ জেলে যেতে হতে পারে তাকে। কারণ তার ট্যাক্স ফাঁকির গুরুত্বপূর্ণ সব তথ্যই উঠে এসেছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...