কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাদে
ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

পিবিএ, কুমিল্লা: কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান অপর ভ্যানকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আব্দুল আলিম (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় দুই পথচারীসহ তিনজন আহত হয়।

শুক্রবার সকাল ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজার সংলগ্ন ব্রীজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী গ্রামের আবুল হাসেম মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দিনা উপজেলা সোনাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ও দেবীদ্বার উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো.আবু হানিফ ও বারিশাল জেলার, নাজিরপুর থানার, ইন্দ্রেরহাট গ্রামের মৃত জামাল খান এর ছেলে মিনি কাভার্ডভ্যানের ড্রাইভার মো. শাহিন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সফিক উদ্দিন মুন্সি জানান, শুক্রবার সকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ,জে,আর, ট্রন্সপোর্ট এজেন্সির পার্শেল কুরিয়ার সার্ভিসের একটি মিনি কাভার্ডভ্যান একটি ভ্যান কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়। এই ঘটনায় আরো দুই পথচারীসহ কাভার্ডভ্যানের ড্রাইভার আহত হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...