কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী গুরুতর জখম

পিবিএ, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী গুরুতর জখম হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে সাতটায় উপজেলার মহিপুর থানার নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ইউসুফ হাওলাদার (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮) কে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসক উভয়কে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

আহত ইউসুফ হাওলাদার জানায়, নিজ বাড়ির দরজার জমিতে মাটি কাটার সময় একই এলাকার নূর নবী,কবির হাওলাদার, শাহিন সহ আরো তিন/চার জন তার উপর হামলা চালায়। এসময় তার স্ত্রী নাজমা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তার উপরও হামলা চালায়। এতে উভয় জখম হয়।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক মো.কামরুল ইসলাম জানান, আহত উভয়কে বেফার করা হয়েছে।
মহিপুর থানার ওসি সাইদুল ইসলাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ইউকেএইচ/এমএসএম

আরও পড়ুন...