পিবিএ, মৌলভীবাজার : রোহিঙ্গাদের জন্য আগে বিদেশ থেকে সাহায্য আসত এখন আর সেভাবে সাহায্য আসে না। রোহিঙ্গাদের ছেলে মেয়ে তাদের দেশে গিয়ে লেখাপড়া করবে। রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের ৫৩ জন বিদেশী রাষ্ট্রদূতদের সাথে নিয়ে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌছেঁ এসব কথা বলেন।
শুক্রবার সকালে তিনি শ্রীমঙ্গলের উদ্যেশ্যে ঢাকা ত্যাগ করেন। দুপুর দেড় টায় শ্রীমঙ্গলের পাচঁ তারকা মানের গ্র্যান্ড সুলতান হোটেলে অবস্থান করেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন পুুরুষের পাশাপাশি আমাদের দেশের মহিলারাও বিদেশে যাবে। তারা যেন স্বাচ্ছন্দভাবে বিদেশে কাজ করতে পারে সেজন্য তাদের ট্রেনিং দেয়া হবে। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য আগে বিদেশ থেকে সাহায্য আসত এখন আর সেভাবে সাহায্য আসে না। রোহিঙ্গাদের ছেলে মেয়ে তাদের দেশে গিয়ে লেখাপড়া করবে। রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিকেলে ইস্পাহানি চা বাগান ও কারখানা পরিদর্শন, রামনগর মনিপুরি গ্রাম পরিদর্শন করেন এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। আগামীকাল শনিবার সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে শ্রীমঙ্গল ত্যাগ করবেন তিনি।
পিবিএ/টিপি/এমএসএম