পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের প্রধান আসামী মো: সাদ্দাম (২৭) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২ এর সদস্যরা।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান আজ শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের একটি বনে প্রেমিকের সামনে প্রেমিকাকে গণর্ধষণ ও ভিডিও ধারণ করে এ মামলার প্রধান আসামী সাদ্দাম ও তার সহযোগিরা। পরে সখীপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে মেয়েটির বাবা। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার রাঙ্গামাটি কর্টেজ থেকে আসামী সাদ্দামকে গ্রেফতার করা হয়। সাদ্দাম এ মামালা ছাড়াও ২০১৪ সালের একটি হত্যা মামলার আসামী।
পিবিএ/এমআর/হক