ভারতের গুগলপ্রধান জনপ্রিয় বলিউড অভিনেত্রী ময়ূরী

পিবিএ,ডেক্স: নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো। ১৯৯৬ সালে ‘পাপা কেহতে হ্যায়’ ছবির ‘ঘর সে নিকালতে হি’ গানের দৃশ্যায়নে নজর কেড়েছিলেন তিনি। সেই অভিনেত্রী আবারও ভারত ফিরেছেন। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে।

২০০৩ সালে আদিত্য ধিলো নামের এক ভারতীয়কে বিয়ে করে স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান অজয় দেবগন, ববি দেওল, আরশাদ ওয়ারসির মতো বহু অভিনেতার সঙ্গেই কাজ করা এ জনপ্রিয় অভিনেত্রী। তবে অভিনয় ছেড়ে দিলেও বেশ কিছু কোম্পানিতে কাজ করেছেন তিনি।

অভিনয় ছাড়ার পর পারফরমিক্স নামে একটি কোম্পানির পরিচালক পদে, ডিজিটাসের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে এবং মিডিয়া ও জেনিথ কোম্পানিতে কাজ করেছেন ভারতীয় এ অভিনেত্রী। মা হওয়ার সময় আবারও ভারতের নয়াদিল্লির গুড়গাঁয়ে ফেরেন তিনি। সেই থেকে মুম্বাই ও বেঙ্গালুরু আসা-যাওয়া শুরু হয়।

১৯৯৫ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘নসিম’-এ অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ময়ূরীর। যুগল হংসরাজের সঙ্গে ‘পাপা কেহতে হ্যায়’ করার পর ময়ূরী দর্শকের মন জয় করে নেন। এর পর ‘বাদল’, ‘হোগি পেয়ার কি জিত’ ছবিতেও কাজ করেন তিনি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...