পিবিএ,ফরিদপুর: শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ থানার রমজান মাতুব্বর পাড়া থেকে ওই যুবককে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মো. জুয়েল হোসেন। সে রাজবাড়ী সদরের গোপীনাথদিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
শুক্রবার বিকালে ফরিদপুর র্যাব-৮, ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল বিষয়টি তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানার রমজান মাতুব্বর পাড়া অভিযান পরিচালনা করা হয় । এসময় চলমান এইচএসসি পরীক্ষার নমুনা ভূয়া প্রশ্নপত্র সহ জুয়েল হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয় ।
তিনি জানান, আটক জুয়েলের বিরুদ্ধে ইতিপূর্বেও প্রশ্ন ফাঁসের মামলা রয়েছে। সে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আসলে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে ভূয়া প্রশ্ন সরবরাহ করে। তার বিরুদ্ধে রাজবাড়ী গোয়ালন্দ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পিবিএ/এমআই/হক