পিবিএ,ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা হলো কদমতলা পূর্ব বাসাবো হাই স্কুল ও ঢাকা স্টার্ন স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণির ছাত্র আঃ আল নোমান (১৭) ও কদমতলী পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর ছাত্র তাজউদ্দিন হোসেন তুহিন (১৮)।
শুক্রবার বেলা ৩ টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন পিবিএ’কে জানান, নোমান ও তার বন্ধু তুহিন মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো। ফ্লাইওভারের বাসাবো ঢালে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে নামার সময় চালক নোমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে রেলিংয়ের সাথে ধাক্ক লেগে আহত হয় তারা। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন।
নোমানের খালাতো ভাই সাইফুর রহমান নিবির পিবিএ’কে জানান, নোমানের বাবা মোহাম্মদ শেখ আহমেদ মজিদ ব্যাবসায়ী। পরিবারের সাথে থাকতো সবুজবাগ ওহাব কলোনিরর ৩৮০ নম্বর বাসায়। ২ ভাইয়ের মধ্যে বড় সে। ছোটভাই চাঁদের বয়স ৬ বছর। এফজেড মোটরসাইকেলটি নোমানের। জুম্মার নামাজ শেষে খাবার খেয়ে বন্ধু তুহিনকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় সে। বনশ্রীর ঢাকা স্টর্ন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির কমার্সের ছাত্র সে।
নিহত তুহিনের চাচাতে ভাই নয়ন হোসেন পিবিএ’কে জানান, তুহিনের বাবা মোঃ তোফাজ্জল হোসেন ডিস ব্যাবসায়ী। পরিবারের সাথে সে থাকতো সবুজবাগ অহাব কলোনির ৪০১ নম্বর বাসায়। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। বাবা মায়ের এক মাত্র সন্তান ছিলো সে। কদমতলা পূর্ব বাসাবো হাই স্কুলের ১০ শ্রেণির কমার্সের ছাত্র সে।
পিবিএ/এইচএ/হক