লক্ষ্মীপুরে চাচাকে জবাই করে হত্যাকারি ভাতিজা গ্রেফতার

LAXIMPUR

পিবিএ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চাচাকে জবাই করে হত্যা মামলার প্রধান আসামী জাবেদ হোসেনকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার সকালে জেলার রামগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ভাতিজা চাচাকে গলায় কেটে ও মাথা থেঁতলে দিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তার স্বীকোরক্তি অনুযায়ী জবাইকৃত চুরি সদর উপজেলার যাদৈয়া নামক এলাকার ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ সময় হত্যাকারীর বিচারের ও ফাঁসির দাবীতে বিক্ষোভ করে স্থানীয়রা। আটককৃত জাবেদ একই এলাকার জাফরের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ জানান, হত্যার মুল আসামী জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকোরক্তি অনুযায়ী জবাইকৃত চুরি উদ্ধার করা হয়। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৭ মার্চ রবিবার বিকালে বৃদ্ধ জামাল উদ্দিন তার ঘরের সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। মুহুর্তের মধ্যে আবার একটি ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় ও পরিবারের লোকজন আহত জামাল উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। চিকিৎসার ৫ দিন পর ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল উদ্দিন। এরপর নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৪জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিবিএ/এএকে/হক

আরও পড়ুন...