পিবএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মিনিট্রাকে ৬ কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ফরিদপুর জেলার ভাংঙ্গার মৃত শেখ সাহেব আলীর ছেলে রবিউল ইসলাম(২৯)ও একই জেলার ফুলবাড়িয়ার মৃত ছাত্তার বিশ্বাসের ছেলে ছালাম বিশ্বাস (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে গাঁজার একটি বড় চালান চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর জেলায় যাবে। এরপরই চুয়াডাঙ্গা শহরতলীর ঝিনাইদহ বাস টার্মিনালে বিভিন্ন গাড়িতে তল্লাশী শুরু করে পুলিশ।
এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা হলুদ রংয়ের একটি মিনিট্রাককে গতিরোধ করে গাড়ি তল্লাশী করার সময় ব্যাগের ভিতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ গাড়ি জব্দ সহ তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয় হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/টিটি/হক