কয়রায় সাংবাদিকের উপর হামলায় বিওজেএ’র নিন্দা

boja-logo

পিবিএ,ঢাকা: খুলনার কয়রা উপজেলায় মো. শাহজান সিরাজ নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন(বিওজেএ)।

শনিবার (৬এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল, সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার বলেন, সাংবাদিকদের এখন কোথাও নিরাপত্তা নেই। নিউজ করলেই মারাত্বক আহত হতে হচ্ছে। কারও অন্যায়ের খবর প্রকাশ করলে সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে। সাংবাদিকরা যদি নিরাপদ না থাকেন, যদি এভাবে আহত এবং নিহত হয় তাহলে এটি দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে।

koira-sangbadik-kupiye-ahot

নেতৃদ্বয় আরো বলেন, মো. শাহজান সিরাজ শুধু সাংবাদিকই নন, তিনি কয়রা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। এমন একজন ব্যক্তির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় সচেতন মহলের সাথে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। বিওজেএর নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

নেতৃদ্বয় আরো বলেন “পেশাগত দায়িত্বপালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। যা দেশের প্রেক্ষাপটেও অত্যন্ত ক্ষতিকর। তাই সরকারের দ্রুত সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাতে আর কোন সাংবাদিককে কোন প্রকার হেনস্থার শিকার হতে না হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...