নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

পিবিএ,নড়াইল : নড়াইলের রতডাঙ্গা বিলের মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ২৫টি ঘোড়া অংশগ্রহণ করে। পয়েন্টভিত্তিক এই প্রতিযোগিতায় দীর্ঘ দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করে যশোরের নওয়াপাড়া গ্রামের ইয়াসিন মিয়াকে ছয় হাজার টাকা, দ্বিতীয় স্থান নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের বাহাদুর সরদারকে চার হাজার টাকা এবং তৃতীয় স্থান মাগুরা জেলার মোহম্মদপুর গ্রামের আনোয়ার হোসেনকে দুই হাজার করে টাকা পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক ঘোড়ার মালিককে সান্ত¡না পুরস্কার হিসেবে এক হাজার টাকা করে প্রদান করা হয়। আয়োজক কমিটির সভাপতি জাহিদুর রহমান বলেন, নানা কারণে ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ থাকার পর এ বছর থেকে পুনরায় আবার চালু করা হয়েছে।

পিবিএ/এসই/ এমএসএম

আরও পড়ুন...