ঘিওর প্রেসক্লাবের ফ্যামিলি ডে উদযাপন

পিবিএ ,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর প্রেসক্লাবের বার্ষিক ফ্যামিলি ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মানিকগঞ্জ প্রেসক্লাবের সব সদস্য তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ ‘ফ্যামিলি ডে’ উদযাপন করেন।

সকাল নয়টায় বাসযোগে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী নাহার গার্ডেনের উদ্দেশে রওনা দেন সবাই। সেখানে দিনব্যাপী আনন্দ-উল্লাস মেতে থাকেন সবাই। প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো হওয়া অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

শুরুতেই পরিচয় পর্ব ও সদস্যদের সহধর্মিণী ও সন্তানদের ক্রীড়া, বালিশ খেলা, পাতিল ভাঙ্গাসহ বেশ কয়েকটি ইভেন্ট। খেলা চলতে চলতে সময় হয় মধ্যাহ্ন ভোজের। এর ফাঁকে চলে ফটো সেশন ও নাহার গার্ডেনের মিনি চিড়িয়াখানা ও সুন্দর স্থাপনা দর্শন।

মধ্যাহ্ন ভোজের পর চলে সাংষ্কৃতিক অনুষ্ঠান, মুক্ত আলোচনা পর্ব, র‌্যাফেল ড্র। বিকেলে হয় পুরস্কার বিতরণী পর্ব। প্রতিটি পর্বে সদস্যদের সন্তান, খেলায় বিজয়ী ও সবার মাঝে শুভেচ্ছা উপহার দেয়া হয়।

প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও মহিলাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাব সভাপতি মো. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক শফি আলমসহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা।

সন্ধ্যা নামতেই শুরু হয় বাড়ি ফেরার পালা। সারা বছর সাংবাদিকরা কর্মব্যস্ত থাকায় পরিবারের কাউকে ভালোভাবে সময় দেয়া সম্ভব হয় না। ফ্যামিলি ডে উদযাপনের মাধ্যমে সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হবে- এমনটিই প্রত্যাশা আয়োজক কমিটির।

পিবিএ/এমএসআই/হক

আরও পড়ুন...